ব্লক মার্কেটে লেনদেন ৯ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-১২ ১৬:৩৫:৪৭

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৪ টি কোম্পানির ৯ কোটি ৪৪ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি বিকন ফার্মাসিউটিক্যালের ৪ কোটি ৮৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া ব্লক মার্কেটে যমুনা ব্যাংকের ২ কোটি ৫ লাখ ৯০ হাজার, ইস্টার্ন হাউজিংয়ের ৪৯ লাখ ৯৯ হাজার, ব্যাংক এশিয়ার ১৪ লাখ ৭৯ হাজার, গ্রীণ ডেল্টার ৩৩ লাখ ৭২ হাজার, আইটিসির ৫ লাখ ৬১ হাজার, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ৫ লাখ ৫ হাজার, ন্যাশনাল টিউবসের ১১ লাখ ৮০ হাজার, প্রাইম ব্যাংকের ৩৭ লাখ ৪০ হাজার, রূপালী ইন্স্যুরেন্সের ২০ লাখ ৫০ হাজার, সিঙ্গার বিডির ১৬ লাখ ৮ হাজার, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ২৩ লাখ ৫৪ হাজার, স্কয়ার ফার্মাসিউটিক্যালের ২৮ লাখ ২০ হাজার এবং ওয়াটা কেমিক্যালের ৫ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













