সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল টিউবস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-১৪ ১০:৫৫:১০


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টিউবস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির দর বেড়েছে ৩০ দশমিক ৮৭ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৬৭ টাকা দরে লেনদেন হয়। শেয়ারটি সর্বমোট ১০১ কোটি ৭২ লাখ ৯৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৫ কোটি ৪৩ লাখ ২৪ হাজার ২৫০ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা উসমানিয়া গ্লাসের দর বেড়েছে ১৬ দশমিক ৬১ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১০৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। শেয়ারটি সর্বমোট ৭ কোটি ৭৯ লাখ ৩৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৯৪ লাখ ৮৪ হাজার ৭৫০ টাকা।

তৃতীয় স্থানে থাকা জেমিনি সী ফুডের সর্বচ্চ দর বেড়েছে ১৫ দশমিক ৪১ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩১৩ টাকা দরে লেনদেন হয়। শেয়ারটি সর্বমোট ১৩ কোটি ১৫ লাখ ৪৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ২৮ লাখ ৮৭ হাজার ২৫০ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সি ফুডের ১৫ দশমিক ৪১ শতাংশ, অ্যাটলাস বাংলাদেশের ১১ দশমিক ৪৮ শতাংশ, মুন্নু জুট স্টাফলার্সের ১০ দশমিক ৭১ শতাংশ, বিকন ফার্মাসিউটিক্যালের ৯ দশমিক ৫৪ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৮ দশমিক ৫৫ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৮ দশমিক ১৯ শতাংশ এবং শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৭ দশমিক ৯৮ শতাংশ দাম বেড়েছে।

সান বিডি/এসকেএস