সাপ্তাহিক দর পতনের শীর্ষে ইউনাইটেড পাওয়ার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-১৪ ১১:০০:৩১

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড পাওয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির দর কমেছে ১৭ দশমিক ৩৯ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ৩২১ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি সর্বমোট ৩২ কোটি ১২ লাখ ৮৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৩ লাখ ২১ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে থাকা ভিএফএস থ্রেড ডায়িংয়ের দর কমেছে ১৭ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। শেয়ারটি সর্বমোট ২৩ কোটি ৩ লাখ ৫২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৭৫ লাখ ৮৮ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা এমএল ডায়িংয়ের দর কমেছে ১৬ দশমিক ৫৪ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ২২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি সর্বমোট ১ কোটি ১৪ লাখ ৯৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৮ লাখ ৭৪ হাজার ৭৫০ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে গ্লোবাল ইন্স্যুরেন্সের ১৩ দশমিক ৭৯ শতাংশ, অ্যারামিট সিমেন্টের ১৩ দশমিক ৪১ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৩ দশমিক ২৪ শতাংশ, নর্দান জুট মেনুফ্যাকচারিংয়ের ১৩ দশমিক ১৫ শতাংশ, সিলকো ফার্মাসিউটিক্যালের ১২ দশমিক ৫০ শতাংশ, কপারটেক ইন্ডাস্ট্রিজের ১২ দশমিক ২০ শতাংশ এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১১ দশমিক ৫৯ শতাংশ দাম কমেছে।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












