
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টিউবস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৬৯ লাখ ৩৪ হাজার ৮৭৯টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ১০১ কোটি ৭২ লাখ ৯৭ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা জেএমআই সিরিঞ্জের ১১ লাখ ৮৪ হাজার ২১৬ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬০ কোটি ৭৬ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা বিকন ফার্মাসিউটিক্যালসের ২ কোটি ১১ লাখ ৭৬ হাজার ৪৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৯ কোটি ২২ লাখ ৩২ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু সিরামিক, মুন্নু জুট স্ট্যাফলার্স, স্ট্যাইল ক্রাফট, ওয়াটা কেমিক্যালস, ইউনাইটেড পাওয়ার, সিলকো ফার্মাসিউটিক্যালস ও ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস।
সান বিডি/এসকেএস