
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং জালালাবাদ গ্যাস ট্র্যান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)-এর মধ্যে চুক্তি স্বাক্ষর
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং জালালাবাদ গ্যাস ট্র্যান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)-এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক ও সিএসবিও আদিল রায়হান এবং জেজিটিডিএসএল -এর পক্ষে কোম্পানী সচিব এসএম আসাদুল হক চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড তার অনলাইন ব্যাংকিং সুবিধা ও মোবাইল ব্যাংকিং সেবা ‘মাইক্যাশ’-এর মাধ্যমে জেজিটিডিএসএল-এর গ্রাহকদের গ্যাস বিল সংগ্রহের দায়িত্ব পেল। জেজিটিডিএসএল-এর লিয়াজোঁ কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জেজিটিডিএসএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ এহসানুল হক পাটোয়ারি, মহাব্যবস্থাপক (মার্কেটিং-উত্তর) প্রকৌশলী মোঃ শাহিনুর ইসলাম এবং ব্যাংকের এসইভিপি ও হেড অব মোবাইল ব্যাংকিং মোঃ রফিকুল হক ভূঁইয়া, এভিপি ও হেড অব মার্কেটিং ডিভিশন (চলতি দায়িত্বে) তপন জেমস রোজারিওসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।