
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টিউবস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন কোম্পানিটির ৩২ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে উঠে আসা জেএমআই সিরিঞ্জের শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ১৪ লাখ টাকার।
৮ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে বিকন ফার্মা।
লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে : ওয়াটা কেমিক্যাল, লিগ্যাসি ফুটওয়্যার, ইউনাইটেড পাওয়ার, ইস্টার্ন কেবলস, স্টাইলক্রাফট, বঙ্গজ এবং ভিএফএস থ্রেড ডাইং।
সান বিডি/এসকেএস