দর বৃদ্ধির শীর্ষ তালিকাজুড়ে ইন্সুরেন্স কোম্পানি

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৯-১৫ ১৬:২০:০৫


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির তালিকাজুড়ে রয়েছে ইন্সুরেন্স খাতের কোম্পানি। এর মধ্যে  শীর্ষে উঠে এসেছে গ্লোবাল ইন্সুরেন্স লিমিটেড ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানটির শেয়ার ১০ শতাংশ দর বেড়েছে। আর ১ হাজার ৩৩৩ বারে ১৫ লাখ ৫৬ হাজার ৩৬২টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ৭ কোটি ৩৫ লাখ ৬৩ হাজার টাকা।

দ্বিতীয় স্থানে থাকা আসে জনতা ইন্সুরেন্স লিমিটেডের দর বেড়েছে ১০ শতাংশ। প্রতিষ্ঠানটি ২০২ বারে ১ লাখ ৭০ হাজার ৬৭০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬০ কোটি ৪০ লাখ টাকা।

তৃতীয় স্থানে থাকা প্রভিটা ইন্সুরেন্স লিমিটেডের দর বেড়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২৭১ বারে ৩ লাখ ৬৬ হাজার ১৬৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৫৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে-নর্দান ইন্সুরেন্সের ৯ দশমিক ৯৫ শতাংশ, পুরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৮৫ শতাংশ, রূপালী ইন্সুরেন্সের ৯ দশমিক ৮৪ শতাংশ,  অগ্রণী ইন্সুরেন্সের ৯ দশমিক ৭০ শতাংশ, ইসলামী ইন্সুরেন্সের ৯ দশমিক ৫২ শতাংশ, প্যারামাউন্ড ইন্সুরেন্সের ৯ দশমিক ৫২ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৪৪ শতাংশ মেয়ার দর বেড়েছে।

সান বিডি/এসকেএস