
পুঁজিবাজারকে এভাবে চলতে দেওয়া যায় না। এর অবশ্যই উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।
সোমবার (১৬ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে স্টেকহোল্ডারদের সঙ্গে অর্থমন্ত্রীর মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, আমি এখানে বলেছি বর্তমানে আমরা যে ট্যাক্স সুবিধা দিয়েছি তা যথেষ্ট ভালো। ১০ টাকার শেয়ার ২০ টাকা দরে কিনে ৩০ টাকায় বিক্রি করলাম। সেই হিসেবে যদি ১ হাজার শেয়ার বিক্রি করলে ৩০ হাজার টাকার আমর যে গেইন হলো তার উপর তো ট্যাক্স নেই। আরও অনেক কিছু আমরা দিয়ে যাচ্ছি। যদি প্রয়োজন হয় তবে আমি এর চেয়ে বেশি ট্যাক্স সুবিধা দেব। আরও দুই একটি বিষয়ে কথা হয়েছে।
বিদেশি কোম্পানি চলে যাবে অনেকেই এমন মন্তব্য করছেন উল্লেখ করে তিনি বলেন, তারা কোনোভাবেই চলে যাবে না। প্রয়োজনে মধ্যস্থতা করে তাদের রাখবো। তবে তাদের ক্ষতি হয় এমন কিছু করবো না।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আয়োজিত সভায় অর্থ সচিব আসাদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত রয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক খায়রুল হোসেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক আবুল হাশেম, ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, সোনালি, অগ্রণী, জনতা ও রূপালি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) নেতৃবৃন্দ।
https://www.youtube.com/watch?v=6lhvqwra6hc
সান বিডি/এসকেএস