জেলায় শিশু মোস্তাকিম বিল্লাহ (৭) হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ মামলায় ফারুক হোসেন নামে একজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
বুধবার দুপুর ১২টায় জামালপুর অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক ওয়াহেদুজ্জামান শিকদার এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- তোফায়েল হোসেন হীরা, আনোয়ার হোসেন, লোকমান আলী, সোহেল রানা ওরফে শিপন ও আইনুল হক।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির মধ্যে তোফায়েল হোসেন হীরা, আনোয়ার হোসেন ও আইনুল হক এখনো পলাতক রয়েছেন।
মামলার সূত্রে জানা গেছে, জামালপুর পৌর এলাকার বাসিন্দা লুৎফর রহমানের ছেলে মোস্তাকিম বিল্লাহকে তার চাচাতো ভাই সোহেল রানা ওরফে শিপন আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ি সংলগ্ন রাস্তা হতে তাকে অপরহণ করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে যশোহর থেকে পুলিশ অপহরণকারী শিপনকে আটক করেন। পরে তার স্বীকারোক্তি মোতাবেক গত ২০০১ সনের ৩০ মে জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির বাসা থেকে শিশু মোস্তাকিম বিল্লাহ কঙ্কাল উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় শিশুর মামা আশরাফ হোসেন বাদী হয়ে ছয়জনকে আসামি করে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।