একিভুত হচ্ছে গ্যালাক্সি এস ও নোট সিরিজ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-১৬ ১৭:৩৪:৩০

প্রতি বছরই ফ্ল্যাগশিপ সিরিজ গ্যালাক্সি এস ও গ্যালাক্সি নোট বাজারে আনে স্যামসাং। সিরিজ দুটির ফোনগুলোর মধ্যে তেমন কোনো পার্থক্য থাকে না। তাই দুটি সিরিজ একত্র করে গ্যালাক্সি ওয়ান নামে নতুন একটি সিরিজ চালু করতে পারে স্যামসাং।
সিরিজটির বড় সংস্করণের সঙ্গে থাকবে এস পেন।এক টুইট পোস্টে এ তথ্য জানিয়েছেন প্রযুক্তি বিশ্বের বিখ্যাত তথ্য ফাঁসকারী ইভান ব্লাস। তিনি জানিয়েছে, দুটি ফোনের একীভূত হওয়ার খবরটি বিশ্বস্ত সূত্র থেকেই পাওয়া গেছে।
তিনি জানিয়েছেন, বছরের প্রথমভাগে যেমন ফেব্রুয়ারি বা মার্চে আসতে পারে ‘গ্যালাক্সি ওয়ান’। বছরের দ্বিতীয় ভাগে অর্থাৎ আগস্টে আসতে পারে গ্যালাক্সি ফোল্ডের নতুন সংস্করণ।এ বছর এস সিরিজ, নোট সিরিজ ও ফোল্ডেবল ফোনসহ তিন বার ফ্ল্যাগশিপ ফোন এনেছে স্যামসাং।
এক বছরেরও কম সময়ের মধ্যে এতোগুলো ফ্ল্যাগশিপ ফোন বাজারে আনতে চাচ্ছে না দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্টটি। এ কারণেই শেষ করে দেওয়া হচ্ছে গ্যালাক্সি এস ও নোট সিরিজের যুগ।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













