ব্লক মার্কেটে লেনদেন ১৯ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-১৭ ১৫:১৫:১৯


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেট ১১টি কোম্পানির ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৯২ লাখ ৯৫ হাজার ৯৩৪টি শেয়ার ২৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৯ কোটি ৭৪ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৬ কোটি ৪১ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ৪০ লাখ টাকার গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৪৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে নাভানা সিএনজির।

এছাড়া ব্যাংক এশিয়ার ১ কোটি ৪৫ লাখ ১ হাজার টাকার, গ্ল্যাক্সোস্মিথক্লাইনের ৫ লাখ ৩৮ হাজার টাকার, ইন্ট্রাকোর ৫ লাখ টাকার, ইসলামী ব্যাংকের ২ কোটি ৩৫ লাখ টাকার, ম্যারিকোর ৬৯ লাখ ৫৪ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ১ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৯ লাখ ৯৪ হাজার টাকার এবং সিনোবাংলা ১১ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস