
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টিউবস।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানটির শেয়ার ৮ দশমিক ৩২ শতাংশ দর বেড়েছে। আর ৫ হাজার ৩৬৮ বারে ১৬ লাখ ৫১ হাজার ৯০২টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ১৭ কোটি ৪৪ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা আসে এমএল ডাইং লিমিটেডের দর বেড়েছে ৭ দশমিক ৫৬ শতাংশ। প্রতিষ্ঠানটি ৪০৫ বারে ৩ লাখ ২৫ হাজার ৮১৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৫৬ লাখ টাকা।
তৃতীয় স্থানে থাকা কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর বেড়েছে ৭ দশমিক ২৫ শতাংশ। কোম্পানিটি ৮৮৫ বারে ৭ লাখ ৭২ হাজার ৬৪২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৬৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে-গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৮১ শতাংশ, সেলভো কেমিক্যালের ৪ দশমিক ৫৪ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৩৪ শতাংশ, ইউনাইটেড পাওয়ারের ৩ দশমিক ৩৩ শতাংশ, প্রভিটা ইন্স্যুরেন্সের ৩ দশমিক ০৮ শতাংশ, ব্যাংক এশিয়ার ২ দশমিক ৯৪ শতাংশ ও রূপালী ইন্সুরেন্সের ২ দশমিক ৯২ শতাংশ শেয়ার দর কমেছে।
সান বিডি/এসকেএস