এটি সিপিএএমএলের প্রধান হিসেবে যোগ দিলেন নাফিজ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-১৭ ২০:৫৬:২৫

এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের (এটি সিপিএএমএলের) ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন মো. নাফিজ আল তরিক। সম্প্রতি তিনি এ প্রতিষ্ঠানে এই পদে যোগ দিয়েছেন।
এর আগে তিনি এ প্রতিষ্ঠানের প্রধান বিনিয়োগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। মধ্যখানে দেশের অন্যতম ব্রোকারেজ সিটি ব্রোকারেজের রিসার্চ অ্যান্ড ইনভেস্টমেন্ট বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এর আগে তিনি বেঙ্গল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, ইস্টার্ন ব্যাংকে কাজ করেছে। অন্যদিক গেস্ট লেকচারার হিসেবে ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগেও।
নাফিজ আল তরিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ থেকে ব্যাচেলর ও এমবিএ সম্পূর্ণ করেন। এরপরে তিনি ইউএসএ ব্যাইসড সিএফএ ইনিস্টিটিউট থেকে সিএফএ চার্টার্ড সনদ অর্জন করেন। এছাড়াও তিনি সিএফএ সোসাইটি বাংলাদেশে পরিচালক হিসেবে কাজ করেন। এবং তিনি একজন সার্টিফাইড ফাইন্যান্সিয়াল রিস্ক ম্যানেজার। একই সাথে সিএফএ সোসাইটি বাংলাদেশের একজন সেচ্ছাসেবক।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












