ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে এক শহরতলিতে পুলিশের সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত হয়েছে একজন নারীসহ দুই সন্দেহভাজন জঙ্গি। নিহত নারী বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করেন।
বিবিসি ও গার্ডিয়ান অনলাইনের খবরে বলা হয়, আজ বুধবার ভোরে প্যারিসের অদূরে সেইন্ট ডেনিস এলাকায় একটি বাড়িতে সন্ত্রাসবিরোধী অভিযান চালাতে গেলে ওই ঘটনা ঘটে। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
আল-জাজিরা অনলাইনের খবরে বলা হয়, অভিযানের সময় গোলাগুলিতে পুলিশের তিনজন সদস্যসহ চারজন আহত হন।
প্যারিসের সরকারি কৌঁসুলি ফ্রাঁসোয়া মলিন বলেন, অভিযান শুরুর কিছুক্ষণের মধ্যেই সন্দেহভাজন জঙ্গি একজন নারী বিস্ফোরকভর্তি আত্মঘাতী বেল্টের বিস্ফোরণ ঘটান। সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। আরেকজন ব্যক্তিকে গুলি করে হত্যা করে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
গত শুক্রবার প্যারিসে চালানো হামলার মূল হোতা বলে অভিযুক্ত মরোক্কান বংশোদ্ভূত বেলজীয় নাগরিক আবেদলহামিদ আবাউদকে ধরতে ওই অভিযান চালানো হয় বলে ফরাসি গণমাধ্যম জানিয়েছে।
স্থানীয় পার্লামেন্ট সদস্য ম্যাথিউ হ্যানোথিন ফ্রান্স ইন্টার বেতারে বলেন, সন্ত্রাসবিরোধী অভিযান শেষ হয়নি। সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সশস্ত্র পুলিশের সঙ্গে সাজোয়াঁ গাড়ি নিয়ে যোগ দেয় সৈন্যরা । এ সময আকাশে হেলিকপ্টার টহল দিচ্ছিল।
একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, “আমি ক্রমাগত বন্দুকের গুলির আওয়াজ শুনছি। যেন আতসবাজি ফাটছে। মাঝে মাঝে তা থামছে। তবে অব্যাহত গুলিবর্ষণের আওয়াজ পাচ্ছি।”
আরেকজন প্রত্যক্ষদর্শী জানান, ‘‘ওরা এক ঘন্টা ধরে অবিরাম গুলি চালিয়েছে। গ্রেনেড ছুড়েছে। কালাশনিকভ ব্যবহার হয়েছে। থামছে আবার পরমূহূর্তেই গুলি চলছে।’’
গত শুক্রবার প্রায় একই সময়ে প্যারিসের ছয়টি স্থানে গুলি, বোমা ও আত্মঘাতী হামলা ঘটে। ওই হামলায় অন্তত ১৩২ জন নিহত হয় এবং আহত হয় তিন শতাধিক। এর পর থেকে দেশটিতে সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হচ্ছে।
সানবিডি/ঢাকা/রাআ