ফোরকে ডিসপ্লেতে আসছে পিক্সেলবুক ২

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-১৮ ১৮:৫৮:১২


ফোনের সঙ্গে এবার ল্যাপটপও আনতে যাচ্ছে গুগল। দুই বছর পর আবারও তাই দেখা মিলবে নতুন পিক্সেলবুকের। এবারের মডেলটির নাম হবে পিক্সেলবুক ২।

ক্রোমওএস চালিত ল্যাপটপটিতে থাকবে ফোরকে ডিসপ্লে, রেজুলেশন হবে ৩৮৪০ বাই ২১৬৯ পিক্সেল। এতে প্রসেসর হিসেবে থাকবে কোর ইন্টেল আই৫ ও আই৭।

এর র‍্যাম হবে ১৬ জিবি।এর আগে ফাঁস হওয়া ছবিতে জানা যায়, ল্যাপটপটিতে থাকবে সরু বেজেল।প্রতি দুই বছর পর পর পিক্সেল ল্যাপটপ আনে গুগল। সর্বপ্রথম অরিজিনাল ক্রোমবুক পিক্সেল আসে ২০১৩ সালে।

সেকেন্ডে জেনারেশনের ক্রোমবুক পিক্সেল আসে ২০১৫ সালে। এরপরে পিক্সেল বুক আসে ২০১৭ সালে।পিক্সেলবুক ২ ল্যাপটপ, পিক্সেল ৪ ও পিক্সেল ৪ এক্সএল ফোনের গুগল হোম মিনিও আনবে গুগল। ডিভাইসগুলোর ঘোষণা আসবে আগামী ১৫ অক্টোবর।
সানবিডি/ঢাকা/এসএস