দর বৃদ্ধির শীর্ষে গ্রামীন ফোন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-১৯ ১৫:৪২:৫৫


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে  গ্রামীন ফোন (জিপি)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানটির শেয়ার ৮ দশমিক ৭২ শতাংশ দর বেড়েছে। আর ৫০৬ বারে ১ লাখ ৫০ হাজার ৬১৭টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ৩৩ কোটি ৫৩ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা আসে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স লিমিটেডের দর বেড়েছে ৮ দশমিক ৫৭ শতাংশ। প্রতিষ্ঠানটি ৫০০ বারে ১ লাখ ৭৬ হাজার ৪৩৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৫ কোটি ৮৩ লাখ টাকা।

তৃতীয় স্থানে থাকা এআইবিএল ফাস্ট ইসলামী মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে ৪ দশমিক ৬১ শতাংশ। ফান্ডটি ১ বারে ৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে- ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের ৪ দশমিক ২২ শতাংশ, প্রভিটা ইন্সুরেন্সের ২ দশমিক ৭২ শতাংশ, ন্যাশনাল পলিমারের ২ দশমিক ৬৫ শতাংশ, গ্রীন ডেল্টার ২ দশমিক ২৬ শতাংশ, ফাইন ফুডসের ২ দশমিক ১০ শতাংশ, ইবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের ২ দশমিক ০৮ শতাংশ ও ম্যাকসন স্পিনিংয়ের ২ দশমিক ০৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সান বিডি/এসকেএস