বন্যায় নাকাল সৌদি আরব

প্রকাশ: ২০১৫-১১-১৮ ২০:৫৩:১২


soudi 1_91254_0প্রবল বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে সৌদি আরবে। অন্যতম প্রধান শহর জেদ্দাসহ বিভিন্ন শহর পানিতে তলিয়ে গেছে। এতে শিশুসহ অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে।

আকস্মিক বন্যায় নাকাল সৌদি আরব

আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা যায়, জেদ্দাসহ বিভিন্ন শহর পানিতে তলিয়ে আছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সৌদি বাসিন্দারা।

আকস্মিক বন্যায় নাকাল সৌদি আরব

সাধারণত সৌদি আরবে বৃষ্টিপাত ও বন্যা হয় না। মরুভূমি অধ্যুষিত এই অঞ্চলে বন্যা মোকাবেলায় তেমন প্রস্তুতিও নেই। এজন্য আকস্মিক এই বন্যার কারণে অনেকটা বিপাকে পড়েছে সৌদি কর্তৃপক্ষ।

বন্যার কারণে লোহিত সাগর উপকূলীয় এলাকায় সৌদি স্কুল এবং বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সৌদি জরুরি বিভাগ দেশটির নাগরিকদের ঘরের বাইরে যেতে নিষেধ করেছে।

সানবিডি/ঢাকা/রাআ