ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ চাম্পিয়ানশিপে বাংলাদেশের স্বর্ন জয়
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৯-২২ ১৬:০৬:১০

ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ তায়কোয়ানডো চাম্পিয়ানশিপে বাংলাদেশের স্বর্ন জয়। গত ১৪ ও ১৫ই সেপ্টেম্বর ২০১৯ তারিখে ভারতের আসামের শিলচরে কাছাড় জেলা টাইকোন্ডো সংস্থা আয়োজিত ১ম ইন্ডো-বাংলা ফ্রেন্ডশিপ তায়কোয়ানডো চাম্পিয়ানশিপ অনুষ্ঠিত হয়।
উক্ত চাম্পিয়ানশিপে ভারত ও বাংলাদেশের প্রায় ১৮০ জন খেলোয়ার অংশ গ্রহন করে। এই প্রতিযোগিতায় বাংলাদেশ ৮টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১টি তাম্র পদক অর্জন করে।
এই প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে রয়েল তায়কোয়ানডো স্কুল বাংলাদেশ, ম্যাপেলিফ ইন্টারন্যাশনাল স্কুল ও পিকার্ড স্কুল অংশগ্রহন করে।
পদক প্রাপ্তরা হলেন ওয়েট ক্যাটাগরি অনুযায়ি জুনিয়র ছেলেদের গ্রুপে +৮৭ কেজিতে মারুফ আহমেদ স্বর্ন, সিনিয়র ছেলেদের গ্রুপে -৭৪কেজিতে ইমতিয়াজ সুলতান তাম্র, -৮০কেজিতে এ ফ এম মারুফ স্বর্ন, -৮৭কেজিতে রাকিব হামিদ স্বর্ন ও +৮৭কেজিতে আরিফ হাসান রৌপ্য পদক অর্জন করেছেন।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন















