আমিনুলকে না খেলানোর পক্ষে টাইগার কোচ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-২৪ ১২:৫৭:২১

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল ম্যাচে আজ মঙ্গলবার আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচে অভিষেকে চমক দেখাসো লেগ স্পিনার আমিনুলকে না খেলানোর পক্ষেই মত দিয়েছেন টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গো। গতকাল সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানান তিনি।
ডমিঙ্গোর ভাষ্য, ‘তার (আমিনুল) বাঁহাতে তিনটি সেলাই পড়েছে। যদিও তার বোলিং হাতে ইনজুরি নয়। তারপরও, কোচ হিসেবে আমি কখনোই এমন কাউকে খেলাতে চাই না, যার কোনো ধরনের চোট আছে। গুরুত্বপূর্ণ কোনো ক্যাচ তার কাছে আসতে পারে। প্রথম বলেই হয়তো ফিল্ডিং করতে গিয়ে হাতে লেগে তার সেলাই খুলে যেতে পারে।‘
তিনি আরো বলেন, ‘আমি সবসময় চাই শতভাগ ফিট ১১ জনকে নিয়ে মাঠে নামতে। আর আমার মতে, আমিনুল বা যে কারও বিকল্প আমাদের দলে আছে। আমার মনে হয় না, হাতে সেলাই নিয়ে ফাইনালে ওকে আমরা খেলতে দেখব।‘
উল্লেখ্য, নিজের অভিষেক ম্যাচে জিম্বাবুয়ে বিপক্ষে ২ উইকেট নিয়েছিলেন বিপ্লব। কিন্তু সেই ম্যাচেই মাসাকাদজার একটি শর্টে বল আটকাতে গিয়ে তার আঙুল ফেটে যায়। পরে আঙুলে তিনটি সেলাই দেওয়া হয়।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












