ব্লক মার্কেটে লেনদেন ১৪ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-২৫ ১৫:৩৬:৫৭


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪টি কোম্পানির ১৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ২২ লাখ ৫২ হাজার শেয়ার ৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৪ কোটি ৩৪ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানি ৪টির মধ্যে সবচেয়ে বেশি ১১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে পপুলাল লাইফ ইন্স্যুরেন্সের।

এছাড়া ব্যাংক এশিয়ার ১ কোটি ৭১ লাখ ৮৭ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির ১৪ লাখ ৫২ হাজার টাকার এবং সিঙ্গার বিডির ৬০ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস