
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬টি কোম্পানির ২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৪৭ লাখ ৪৯ হাজার ৩৭৪টি শেয়ার ৮ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৭ কোটি ১৯ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানি ৬টির মধ্যে সবচেয়ে বেশি ২৪ কোটি ৮১ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকার সিটি ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৪৩ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের।
এছাড়া বেক্সিমকো ফার্মার ১৩ লাখ ৮৬ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৩৪ লাখ ৪৭ হাজার টাকার এবং নাভানা সিএনজির ২৪ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস