দেড় কোটি টাকায় কেনা যাবে বিমান!
আপডেট: ২০১৫-১১-১৯ ১১:৫৫:৪৩

যে স্বপ্ন আপনি স্বপ্নেও দেখেননি। বাস্তবে ভাবা তো দূরের কথা। এমনই কল্পনা পূরণ করতে চলেছে যুক্তরাষ্ট্রের জাতীয় বিমান কর্তৃপক্ষ ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিষ্ট্রেশন (এফএএ)।
প্রতিষ্ঠানটি মাত্র ১ লাখ ৮৯ হাজার ডলারে বিমান বিক্রি শুরু করেছে। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য ১ কোটি ৪৮ লাখ ৫০ হাজার ৯৫১ টাকা।
২০০৪ সালেই এ কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। তবে তা সাধারণের নাগালের মধ্যে ছিল না। এবারই প্রথম সাধারণের নাগালে আসল ব্যক্তিগত বিমান।
বিমানটির বিশেষত্ব তুলে ধরে কর্তৃপক্ষ জানায়, এটি বাড়ির গ্যারেজেই রাখা যাবে। আকাশে উড়ার পাশাপাশি চলবে পানিতেও। স্বামী-স্ত্রী ও এক বাচ্চাকে নিয়ে উড়া যাবে নীল আকাশে। এতে ৬৮৬ কেজি ওজনের মালামাল বহন করা যাবে। আকাশে ওড়ার জন্য সামনে ফাঁকা জমি লাগবে মাত্র ৭১০ ফুট। আর জল থেকে উড়ার জন্য দরকার হবে ৯২০ ফুট। আগামীদিনে এর দাম আরও কমবে বলেও জানায় প্রতিষ্ঠানটি।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













