বিমা সেবার পরিধি বিস্তারে শীর্ষ এজেন্টদের স্বীকৃতি দিয়েছে মেটলাইফ
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৯-২৬ ২০:৪৬:৫৩

বাংলাদেশের মানুষের জন্য বিমা সেবার পরিধি বিস্তারে অবদান রাখা শীর্ষ স্থানীয় এজেন্টদের স্বীকৃতি দিয়েছে মেটলাইফ।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) মেটলাইফ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটলাইফের জেনারেল ম্যানেজার, বাংলাদেশ, সৈয়দ হাম্মাদুল করীম; চিফ ডিস্ট্রিবিউশন অফিসার, মো: জাফর সাদেক চৌধুরী; ভাইস প্রেসিডেন্ট, এজেন্সি ডিস্ট্রিবিউশন, এশিয়া, মারওয়ান মাতার এবং চিফ এজেন্সি অফিসার নাফিস আখতার আহমেদ সহ অন্যান্য অতিথিবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশে প্রায় ১৬,০০০ এজেন্ট ও কর্মী নিয়ে ১০ লাখেরও বেশি গ্রাহককে সেবা দিচ্ছে মেটলাইফ।
MetLife Inc. (NYSE: MET), এর অঙ্গপ্রতষ্ঠিান এবং সহযোগী প্রতিষ্ঠান (“MetLife”) এর সমন্বয়ে বিশ্বের অন্যতম একটি আর্থিক সেবা প্রদানকারী কোম্পানি যা তার ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক গ্রাহকদের বিমা, এ্যনুইটি, গ্রুপ বিমা ও সম্পদ ব্যবস্থাপনা সেবা প্রদানের মাধ্যমে পরর্বিতনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে সাহায্য করে । ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত মেটলাইফ বিশ্বের ৪০ টির ও বেশি দেশে র্কাযক্রম পরিচালনা করছে এবং যুক্তরাষ্ট্র, জাপান, লাতিন আমেরিকা, এশিয়া ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে নেতৃস্থানীয় অবস্থানে রয়েছে । ১৯৫২ সালে বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠার মধ্য দিয়ে মেটলাইফের এশিয়া যাত্রা শুরু হয় ।
র্বতমানে মেটলাইফ বাংলাদেশের সর্ববৃহৎ জীবনবিমা প্রতিষ্ঠান । প্রায় ১০ দশ লক্ষেরও বেশি গ্রাহকের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানটি দেশের অন্যতম বৃহৎ নিয়োগকারী প্রতিষ্ঠান যার রয়েছে ১৬ হাজারের বেশি সুদক্ষ কর্মী।
সানবিডি/ঢাকা/এবিএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













