
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৯৫৯ কোটি ৮৯ লাখ ৫১ হাজার ৩০৫ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৫৯ কোটি ৯৪ লাখ ২৯ হাজার ৫৭২ টাকা বা ৩.১৬ শতাংশ বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৮৯৭ কোটি ৯৫ লাখ ২১ হাজার ৭৩৩ টাকার।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৩৯১ কোটি ৫৭ লাখ ৯০ হাজার ২৬১ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৩৭৯ কোটি ৫৯ লাখ ০৪ হাজার ৩৪৬ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ১১ কোটি ৯৮ লাখ ৮৫ হাজার ৯১৫ টাকা বেড়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১২ পয়েন্ট বা ২.৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৬৮ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৫ পয়েন্ট বা ২.২৫ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩৩ পয়েন্ট বা ১.৯০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৪৮ পয়েন্ট এবং ১৭৬৮ পয়েন্টে।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে ৩৫৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৫২টির বা ৭১ শতাংশের, কমেছে ৭৬টির বা ২১ শতাংশের এবং ২৭টির বা ৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহজুড়ে ১০৯ কোটি ৯ লাখ ৭৬ হাজার ৬১৪ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৫৮ কোটি ৫৬ লাখ ৯৫ হাজার ২৮০ টাকার। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৪৯ কোটি ৪৭ লাখ ১৮ হাজার ৬৬৬ টাকা বা ৩১ শতাশ কমেছে।
বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩২৩ পয়েন্ট বা .১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৩ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ২০১ পয়েন্ট বা ২.২৪ শতাংশ, সিএসই-৩০ সূচক ২৭৭ পয়েন্ট বা ২.১৬ শতাংশ, সিএসই-৫০ সূচক ২৭ পয়েন্ট বা ২.৪৫ শতাংশ এবং সিএসআই ২২ বা ২.২১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯ হাজার ১৬১, ১৩ হাজার ৬৩, ১ হাজার ১১০ ও ৯৮৮ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ৩০৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের হাত বদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৯টির, দর কমেছে ৮৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৬টির।
সান বিডি/এসকেএস