সাপ্তাহিক লেনদেনের শীর্ষে গ্রামীন ফোন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-২৮ ১১:১৭:৫৬


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীন ফোন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৬ লাখ ৭৫ হাজার ৮৯১টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৯৬ কোটি ২৬ লাখ ৪৮ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল টিউবসের ৮ লাখ ২৪ হাজার ৪৩৩ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬১ কোটি ৬৬ লাখ ৭২ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা ফরচুন সুজের ১ কোটি ৭৮ লাখ ৫৯ হাজার ৪৫২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৬ কোটি ৩৭ লাখ ৯ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু জুট স্ট্যাফলার্স, ভিএফএস থ্রেড ডায়িং, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সোনার বাংলা ইন্স্যুরেন্স, বিকন ফার্মাসিউটিক্যালস, মুন্নু সিরামিক ও জেএমআই সিরিঞ্জ।

সান বিডি/এসকেএস