সাপ্তাহিক দর পতনের শীর্ষে ফরচুন সুজ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-২৮ ১১:২৪:২৯


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ১২ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ৫৬ কোটি ৩৭ লাখ ৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ২৭ লাখ ৪১ হাজার ৮০০ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা ইয়াকিন পলিমারের দর কমেছে ১১ দশমিক ৩৪ শতাংশ। শেয়ারটি ২ কোটি ১৮ লাখ ৯২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৩ লাখ ৭৮ হাজার ৪০০ টাকা।

তৃতীয় স্থানে থাকা মুন্নু জুট স্ট্যাফলার্সের দর কমেছে ৬ দশমিক ৮২ শতাংশ। কোম্পানিটি ৫৬ কোটি ১২ লাখ ৯৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ২২ লাখ ৫৯ হাজার ৮০০ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বসুন্ধরা পেপারের ৫ দশমিক ৭৩ শতাংশ, ইউনাইটেড এয়ারের ৫ দশমিক ৫৬ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৫৪ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৫ দশমিক ৪১ শতাংশ, মিরাকেল ইন্ডাস্ট্রিজের ৪ দশমিক ৮১ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালের ৪ দশমিক ২৯ শতাংশ এবং নূরানী ডাইংয়ের ৪ দশমিক ১৩ শতাংশ দাম কমেছে।

সান বিডি/এসকেএস