
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৮টি কোম্পানির সাড়ে ১৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৪১ লাখ ১২ হাজার ৭৯৯টি শেয়ার ১৩ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৭ কোটি ৭০ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানি ৬টির মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১১ কোটি ৫৯ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ২ লাখ ২১ হাজার টাকার রেনেটার এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৭১ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্যাংক এশিয়ার।
এছাড়া বিকন ফার্মার ৩৪ লাখ ৮০ হাজার টাকার, ফেডারেল ইন্স্যুরেন্সের ৮ লাখ টাকার, খুলনা পাওয়ারের ৪৬ লাখ ৫০ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৫ লাখ ২৮ হাজার টাকার এবং সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪২ লাখ টাকার ইউনিট লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস