আয়কর রিটার্ন জমার নির্দিষ্ট দিন নির্ধারণের নির্দেশ
প্রকাশ: ২০১৫-১১-১৯ ১৩:০৪:২৮
সারাদেশে আয়কর রিটার্নের জন্য একটি নির্দিষ্ট দিন নির্ধারণের নির্দেশ দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো আমাদেরও একদিনে আয়কর রিটার্ন জমা দেওয়ার অভ্যাস গড়ে তোলা উচিত। এতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ের কাজ অনেক সহজতর হবে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে শীতকালীন আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ টেনে অর্থমন্ত্রী বলেন, ১ এপ্রিল সব মার্কিন নাগরিক নিজ দেশে থাকতে চায়। কারণ এ দিন তারা সবাই রিটার্ন দাখিল করে। এ ধরনের একটা দিন আমাদেরও চিন্তা করা উচিত। একটি নির্দিষ্ট দিন ঠিক করতে হবে রিটার্ন জমা দেওয়ার জন্য, যা এক্সটেনশন করা হবে না।
তিনি বলেন, আমি এনবিআরকে বলব এ রকম একটা দিন ঠিক করতে, ওয়ান ট্যাক্স ডে ফর হোল কান্ট্রি। ২০১৯ সালে সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই এটি চালু করতে চাই।
মুহিত বলেন, রিটার্ন জমা দেওয়ার কাজ সহজ হয়েছে। যাতে করদাতা কোনো রকম হয়রানি ও ভোগান্তি ছাড়াই কর দিতে পারে সেদিকে নজর রেখে আয়কর রিটার্ন পদ্ধতি আরও সহজ করতে হবে।
তিনি বলেন, সরকারের হাতে যথেষ্ট রাজস্ব না থাকলে ভালো সেবা দেওয়া সম্ভব হয় না। গত ছয় বছরে রাজস্ব আদায় বেড়েছে, তাই সরকারের সেবাও বেড়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান, সদস্য আবদুর রাজ্জাক প্রমুখ।
অনুষ্ঠানে মার্কিন ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও মার্কিন প্রিমিয়াম বন্ডে ১ মিলিয়ন ডলার বিনিয়োগের জন্য চারজনকে সিআইপি কার্ড প্রদান করা হয়।