ভারী বৃষ্টিপাতে ভারতের ১২টি জেলাকে বন্য থেকে রক্ষার জন্য ফরাক্কা ব্যারাজের ১০৯টি লকগেট খুলে দিয়েছে ভারত।
ফারাক্কার সব গেট খুলে দেওয়ায় পশ্চিবঙ্গের মুর্শিদাবাদের একাংশ ও বাংলাদেশে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বিষয়টি জানায়।
প্রতিবেদনে বলা হয়, টানা বৃষ্টিপাতে গঙ্গা ছাড়াও মালদা জেলায় প্রায় সমস্ত নদীতে পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। উত্তর প্রদেশ ও বিহারে রেকর্ড বৃষ্টিতে উপচে পড়ছে বাঁধের পানি। এজন্য ফরাক্কা বাঁধের সবকটি লকগেইট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতের কেন্দ্রীয় পানিসম্পদ মন্ত্রণালয়।
ফারাক্কার সব গেট খুলে দিয়েছে ভারত যার কারণে বন্যার আশঙ্কায় রয়েছে বাংলাদেশে ।
সানবিডি/ঢাকা/এবিএস