সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় পুঁজিবাজারের তালিকাভুক্ত পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের উদ্যোক্তা ড. মনোয়ার হোসেনকে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার কমিশনের ৬৯৮তম নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে,ড. মনোয়ার হোসেন পূর্ব ঘোষণা ছাড়া এক লাখ ৫৮ হাজার ৫৩২টি শেয়ার বিক্রি করেছে। এর মাধ্যমে বিএসইসির জারি করা ২০১০ সালের ১৪ জুলাইয়ের একটি আইন লঙ্ঘণ করেছে। আইন লঙ্গণ করার দায়ে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে ই-সিকিউরিটিজে পরিচালিত বিও হিসাব ফ্রিজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সাথে শেয়ার বিক্রয় সংক্রান্ত কর পরিশোধের নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সানবিডি/ঢাকা/জিইউ/এসএস