ড্র নিয়ে সন্তুষ্ট থেকে দুই দল। ইংলিশ প্রিমিয়ার লিগে ৩০ বছরে সবচেয়ে বাজে শুরু করলো ম্যানচেস্টার ইউনাইটেড। ১৯৮৯-৯০ সালের পর লিগে সাত ম্যাচে ডাবল ফিগারে পৌঁছাতে ব্যর্থ হয়েছে তারা। আর্সেনালের সঙ্গে নিষ্প্রাণ ম্যাচটা তারা ড্র করেছে ১-১ গোলে!
ম্যানইউর এমন বিবর্ণ শুরুর প্রমাণ পয়েন্ট টেবিলে তাদের বর্তমান অবস্থা। ৯ পয়েন্ট নিয়ে তারা আছে দশে। অথচ ম্যাচের শুরুতে গোলে এগিয়ে ছিল ম্যানইউ। স্কট ম্যাকটমিনে বিরতির আগে প্রথম গোলটি করে অগ্রগামিতা এনে দিয়েছিল রেড ডেভিলদের।
তবে বিরতির পর সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি আর্সেনাল। ৫৮ মিনিটে প্রতিপক্ষের জাল খুঁজে নেন পিয়েরে-এমরিক অবামেয়াং। অবশ্য গোলটি পেতে তারা সহায়তা পায় ভিডিও অ্যাসিসটেন্ট রেফারির।
৬ ম্যাচে আট পয়েন্ট নিয়ে এই ম্যাচটি খেলতে নেমেছিল ম্যানইউ। ম্যান ইউ কোচ তাই ফিট হওয়া পল পগবাকে ডেকে নিয়েছিলেন একাদশে। তাতেও প্রথমার্ধে সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি তার দল। এ সময়ে ম্যানইউর ড্যানিয়েল জেমস ১৮ গজ দূর থেকে লক্ষ্য বরাবর শট নিলেও তা রুখে দিয়েছেন প্রতিপক্ষ গোলকিপার লেনো। নিষ্প্রাণ ম্যাচে আর্সেনালের হয়ে সুযোগ তৈরি করেছিলেন নিকোলাস পেপে। যদিও তার শট গিয়ে লেগে প্রতিহত ক্রসবারে।
সমতায় দীর্ঘক্ষণ চলার পর দুই দল কিছু সুযোগ তৈরি করলেও লক্ষ্য বরারবর শট নিতে পারেনি কেউ। তাই ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
ম্যানইউ দশে থাকলেও পয়েন্ট ভাগাভাগি করে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চারে উঠেছে আর্সেনাল।
সানবিডি/ঢাকা/এসএস