চীন থেকে আমদানি করা পণ্যে শুল্ক বসালে বাড়তে পারে অ্যাপলের ম্যাক প্রো কম্পিউটারের দাম।এমনিতেই ম্যাক প্রোয়ের দাম শুরু হয়েছে ৬ হাজার ডলার থেকে। তার উপরে শুল্ক বসলে চাপ পড়বে ক্রেতাদের উপর।যুক্তরাষ্ট্রের আরোপিত ২৫ শতাংশ শুল্ক মওকুফ করাতে গত জুলাই মাসে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিসে আবেদনপত্র দিয়েছিলো অ্যাপল।
তবে ১৫ পণ্যের মধ্যে ১০টির শুল্ক মওকুফ করা হলেও ৫টি পণ্যের উপর থেকে শুল্ক সরাতে অস্বীকৃতি জানায় তারা।এই ৫ পণ্যের মধ্যে আছে ডেক্সটপের জন্য তৈরি অপশনাল হুইল, সার্কিট বোর্ড ও পাওয়ার অ্যাডাপ্টার।
এসব পণ্য শুল্ক বহাল রাখার ব্যাপারে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিসের যুক্তি হলো, এই পণ্যগুলোর জন্য অ্যাপলের খুব বেশি আর্থিক ক্ষতি হবে না।তবে শুল্কের বোঝা এড়াতে ম্যাক প্রোয়ের দাম বাড়াতে পারে অ্যাপল।
চীনে অ্যাপলের বিশাল বাজার রয়েছে। চীন থেকে পণ্য উৎপাদনে তাদের খরচ কিছুটা কম হয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই চান না অ্যাপল চীনে গিয়ে তার পণ্য উৎপাদন করুক।এ বিষয়ে অ্যাপলের ভাষ্য হলো, চীনে এমন কিছু পার্টস পাওয়া যায় যা বিশ্বের অন্য কোথাও পাওয়া দুষ্কর।
এ কারণে চীনের উপরই নির্ভর করতে হয় তাদের।গত জুনে ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বার্ষিক ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্সে নতুন ম্যাক প্রো কম্পিউটার উন্মোচন করে অ্যাপল। বছরের শেষ ভাগ থেকে কম্পিউটারটির বিক্রি শুরু হবে।আরও পড়ুনঅবিশ্বাস্য কনফিগারেশনের ম্যাক প্রো আনলো অ্যাপল।
সানবিডি/ঢাকা/এসএস