‘হয়রানির বিপক্ষে এনবিআরের অবস্থান’

প্রকাশ: ২০১৫-১১-১৯ ১৩:৪২:৩৪


Nozib.NBRজাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, সব ধরণের হয়রানির বিপক্ষে এনবিআরের অবস্থান। কর আহরণে এনবিআর সব সময় ইতিবাচক। করদাতারা যাতে কোর্ট-হয়রানি ছাড়াই স্বতঃস্ফুতভাবে কর দিতে পারে- সে লক্ষ্যে কাজ করছি আমরা।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে শীতকালীন আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নজিবুর রহমান বলেন, হয়রানি ও ভোগান্তি ছাড়াই করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার লক্ষ্যে দেশে প্রথমবারের মতো শীতকালীন আয়কর মেলার আয়োজন করা হয়েছে। মেলায় করদাতারা আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। এছাড়া মেলায় নতুন ই-টিআইএন নিবন্ধন ও পুনঃনিবন্ধনসহ কর সংক্রান্ত যাবতীয় সুবিধা অর্থাৎ ওয়ান স্টপ সেবা পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, খাতভিত্তিক কর বৃদ্ধি না করে নতুন করদাতা বৃদ্ধির জন্য এনবিআর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। করদাতাদের কর দিতে উৎসাহ দিতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

এনবিআর চেয়ারম্যান বলেন, অভ্যন্তরীন সম্পদ ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থনৈতিকভাবে আমরা সমৃদ্ধ-সাবলম্বী হচ্ছি। ফলে জাতীয় আয়ের প্রবৃদ্ধি হচ্ছে। আর দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, সদস্য আবদুর রাজ্জাক প্রমুখ।

প্রসঙ্গত, রাজধানীসহ দেশের আটটি স্পটে তিনদিনব্যাপী এই শীতকালীন আয়কর মেলার আয়োজন করা হয়েছে। রাজধানীতে মেলার প্রধান কেন্দ্রস্থল- বেইলি রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণ। এছাড়া রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৩২ গরীব-ই-নেওয়াজ এভিনিউর কর অঞ্চল-৯ এর কার্যালয়ে মেলার অপর একটি কেন্দ্র স্থাপন করা হয়েছে।

বিভাগীয় শহরগুলোর মধ্যে রংপুরে কাচারী বাজারের কর ভবন; খুলনার বয়রায় কর ভবন; রাজশাহীর হেলেনাবাদ কর ভবন; সিলেটের ২৩/এ, বিহঙ্গ, কাজীটুলা রোড, নয়াসড়কের কর তথ্য ও সেবাকেন্দ্র প্রাঙ্গণ; বরিশাল ক্লাব রোডের কর ভবন এবং চট্টগ্রামে আগ্রাবাদ সরকারি কার্যভবন-২ প্রাঙ্গণে শীতকালীন আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা সবার জন্য উম্মুক্ত থাকবে।