জম্মুর রাজনৈতিক নেতাদের বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তার থামিয়েছে সেখানকার প্রশাসন। কয়েকজন নেতাকে ছেড়েও দেয়া হয়েছে। এমন পরিস্থিতিকে অঞ্চলটির নেতারা ‘সাময়িক মুক্তি’ মনে করছেন।
গত ৫ আগস্ট ভারতীয় সংবিধান থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর বন্দি বা গৃহবন্দি অবস্থায় ছিলেন নেতারা।
সেখানকার পরিস্থিতি সম্পর্কে পাকিস্তান কয়েক দিন ধরে নানা তথ্য দিচ্ছে। অভিযোগ উঠছে, দমন-নিপীড়নের।
গ্রেপ্তার থামানোর খবর আসলেও শীর্ষ দুই রাজনীতিবিদ মেহবুবা মুফতি এবং ওমর আব্দুল্লাহ ঠিকই গৃহবন্দী বলে জানা গেছে।
বিশেষ সুবিধা তুলে নেওয়ার দিন সরকারের তীব্র সমালোচনা করে ওমর আব্দুল্লাহ বলেছিলেন, ‘এই পদক্ষেপ কাশ্মীরের জনগণের সঙ্গে ভারতের চূড়ান্ত বিশ্বাসঘাতকতা। এর ফল হবে বিপজ্জনক।’
ওই দিনকে ভারতীয় গণতন্ত্রের ‘সবচেয়ে কালো দিন’ বলেন মেহবুবা মুফতি।
কাশ্মীরের শীর্ষস্থানীয় আরেক নেতা নাম প্রকাশ না করার শর্তে ইন্ডিয়া এক্সপ্রেসকে বলেন, ‘কয়েক দিন ধরে বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তার করা হচ্ছে না। কিন্তু এতে আমরা মোটেও আশাবাদী নই। হতে পারে সাময়িক মুক্তি।’
সানবিডি/ঢাকা/এসআই