পুঞ্জিভূত লোকসান থাকলেও দেয়া যাবে লভ্যাংশ

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১০-০২ ১৯:২০:১২


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিসমূহ পুঞ্জিভূত লোকসানে থাকলেও সংশ্লিষ্ট বছরের অর্জিত মুনাফা হতে নগদ লভ্যাংশ প্রদান করতে পারবে। বুধবার (০২ অক্টোবর) বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সার্কুলার জারি করেছে। এর আগে গত ২৯ সেপ্টেম্বর এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে দেশের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল সানবিডি২৪.কম। নিউজটি ছিলো..

লভ্যাংশ নিয়ে সংঙ্কায় প্রায় দুই ডর্জন কোম্পানি

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিনিয়োগকারী ও পুঁজিবাজারের স্বার্থে তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশ ঘোষণা ও বিতরণ সংক্রান্ত একটি নোটিফিকেশন ২০১৮ সালের ২০ জুন প্রকাশ করে এবং পরবর্তীতে বোনাস শেয়ার সংক্রান্ত আরো একটি নোটিফিকেশন চলতি বছরের ২৩ মে প্রকাশ করে।

উক্ত বিষয়ে বিনিয়োগকারী ও কোম্পানির আবেদন পর্যালোচনা পূর্বক বিনিয়োগকারী ও পুঁজিবাজারের স্বার্থে অধিকতর স্পষ্ট করার প্রয়োজনে নগদ লভ্যাংশ সংক্রান্ত কমিশনের ব্যাখ্যায় এই তথ্য জানিয়েছে বিএসইসি।

ব্যাখ্যায় বলা হয়েছে‘অন্যান্য সিকিউরিটিজ আইন পরিপালন করে, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিসমূহ পুঞ্জিভূত লোকসান বিদ্যমান থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট বছরের অর্জিত মুনাফা হতে নগদ লভ্যাংশ সুপারিশ, ঘোষণা ও বিতরণ করতে পারবে।’