আমরা যদি অর্থনীতিকে ভালো ভাবে দেখতে চাই তাহলে আমাদের ব্যাংকিং এর যে অবস্থা সেখান থেকে বেড়িয়ে আসতে হবে। ব্যাংক ঋণ বিতরণের যে ব্যবসা শুরু করেছে, সে ব্যবসা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বিশেষ করে দীর্ঘ মেয়াদী লোন থেকে সরে আসতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী।
বৃহস্পতিবার (৩ অক্টোবর ) বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জে বিনিয়োগ শিক্ষা কার্যক্রম অনুষ্ঠানের দ্বিতীয় সেশনের প্রধান অতিথির বক্তৃতা তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ব্যাংককে যদি দীর্ঘ মেয়াদী অর্থায়ন থেকে ফিরিয়ে আনতে চাই, তাহলে আমাদেরকে একাটি কার্যকর বন্ড মার্কেট তৈরী করতে হবে। এবং সেখানে সরকারের পাশাপাশি কর্পোরেট ইসলামিক বন্ডকে আনতে হবে। অর্থনীতিকে বেগবান করার জন্য সেটিই একমাত্র পথ হতে পারে। ব্যাংক কিন্তু তাদের লেনদেন অনেকটাই কমিয়ে দিয়েছে। কারণ যা কিছু দিয়েছে খেলাফির কারণে সে গুলো অধিকাংশই আর পাওয়ার সম্ভাবন নেই। এ অবস্থায় ব্যাংকগুলোকে সিদ্ধান্ত নিতে হবে তারা দীর্ঘ মেয়াদী বিনিয়োগ করবে কি না।
তিনি আরো বলেন, ব্যাংক ব্যবস্থা থেকে যদি আমরা না বের হয়ে আসতে পারি । যারা ঋণ খেলাফি করছে সিআরবি যাদের ঠিক নেই, কোন ভাবেই তারা ব্যাংক থেকে ঋণ পাবেন না। কোন ভাবেই পাওযার সুযোগ নেই। যারা ৫০০ কোটি টাকার বেশী ঋণ খেলাফি করছে তারা ব্যাংক থেকে ঋণ পাবেন না।।
তিনি বলেন, যে দেশে বন্ড মার্কেটের উন্নয়ন ঘটবে না, সে দেশে তো পুঁজিবাজারের প্রতি মানুষের আস্থা হারাতেই পারে। আমরা যদি বন্ডের দিকে নিয়ে আসতে পারি তাহলে আমাদের অর্থনীতি যে দিকে যাচ্ছে সেখান থেকে আমরা ফিরে আসতে পারবো।
আমাদের পদ্মা সেতু হলে আমরা আমদের ইকোনোমিক জোন গুলোকে চালু করলে আগামী দুই চার বছরের মধ্যে প্রতি বছর আমাদের জিডিপি ১ শতাংশ বৃদ্ধি পাবে।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর এখন অনেক সহাযতা করছে। পুঁজিবাজারকে উন্নয়নের জন্য অনেক ধরণের সুযোগ সুবিধা দিচ্ছে।গত পাঁচ বছর কেন্দ্রীয় ব্যাংকের সাথে ভালো সম্পর্ক ছিলো না। বর্তমানে তাদের সাথে অনেক সুসম্পর্ক রয়েছে বিএসইসির।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, পরিচালক রেজাউল করিম, ডেপুটি ডিরেক্টর ইকবাল হোসেন, শেখ লুৎফুর রহমান সহ অন্যান্যরা।
সানবিডি/ঢাকা/এসআই/ এসএস