দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি ও কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে সাতদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে জানায়, ৪ থেকে ১১ অক্টোবর পর্যন্ত সর্বমোট নয়দিন বন্দরে কার্যক্রম বন্ধ থাকবে।
পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক অশিত কুমার স্যানাল জানান, ব্যবসায়ীদের পক্ষ থেকে বন্দরে ছুটি ঘোষণা করা হলেও পূজা উপলক্ষে সরকার ঘোষিত ছুটি ছাড়া বন্দরের কার্যক্রম চালু থাকবে।
হিলি ইমিগ্রেশন পুলিশের এসআই রফিকুজ্জামান জানান, দুর্গাপূজা উপলক্ষে স্থলবন্দরে টানা ছুটি ঘোষণা হলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার যথারীতি চালু থাকবে।
এদিকে কুড়িগ্রামের স্টাফ করেসপন্ডেন্ট জানান, শুক্রবার (১১ অক্টোবর) পর্যন্ত সোনাহাট স্থল বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি ও রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ থাকবে।
সোনাহাট স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) থেকে সোনাহাট স্থলবন্দর দিয়ে ৭ দিন ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তের বিষয়টি উভয় দেশের কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়েছে।
সানবিডি/ঢাকা/এবিএস