ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষে উঠে এসেছে রয়েছে মিথুন নিটিং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির দর কমেছে ১৮ দশমিক ৫২ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩৬ লাখ ৬১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ লাখ ৩২ হাজার ২০০ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা ফার্স্ট ফিন্যান্সের দর কমেছে ১২ দশমিক ৫০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৩ লাখ ২৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ লাখ ৬৫ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা জিকিউ বল পেনের দর কমেছে ৮ দশমিক ৫৭ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৪ কোটি ৮২ লাখ ৫৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯৬ লাখ ৫১ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলের মধ্যে- কাশেম ইন্ডাস্ট্রিজের ৮ দশমিক ২৮ শতাংশ, কেডিএস এক্সসরিজের ৮ দশমিক শূন্য ৫ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৭ দশমিক ১৭ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৭ শতাংশ, ইউনাইটেড পাওয়ার জেনারেশনের ৬ দশমিক ৯৩ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৮৩ শতাংশ এবং ব্যাংক এশিয়ার ৬ দশমিক ৫৭ শতাংশ দাম কমেছে।
সানবিডি/এসকেএস