বাংলাদেশকে ভারত ‘সর্বোচ্চ গুরুত্ব’ দেয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠকের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এ কথা বলেন জয়শঙ্কর।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভীশ কুমার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় জানিয়েছেন, বাংলাদেশ-ভারত পারস্পরিক সম্পর্ককে নতুন এক উচ্চতায় নিতে এ সাক্ষাতে উষ্ণ আলোচনা হয়েছে।
সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, উপদেষ্টা গওহর রিজভী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। এরপর নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে মোদীর সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা। এ বৈঠকে দু’দেশের মধ্যে বেশকিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
ভারত সরকারের আমন্ত্রণে চারদিনের সরকারি সফরে গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সানবিডি/ঢাকা/এবিএস