ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) অফিস ব্যয়ারারদের নির্বাচিন অনুষ্ঠিত হয়েছে। নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মুজাফ্ফর আহমেদ এফসিএস। সিনিয়ন সহসভাপতি হয়েছেন মোহামদ বুল হাসান এফসিএস। এরা আগামী ৩ বছর দায়িত্ব পালন করবেন।
আইসিএসবি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সহ সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সেলিম রেজা এফসিএস এবং ট্রেজারার নির্বাচিত হয়েছেন সেলিম আহমেদ,এফসিএস। সম্প্রতি সংগঠনটির সদস্যদের ভোটের মাধ্যমে ১৩জনকে নির্বাচিত করা হয়েছে। এর বাহিরে বিভিন্ন মন্ত্রণালয় থেকে ৫ জন সদস্যকে মনোনিত করা হয়েছে। সব মিলিয়ে ১৮ জন নিয়ে আইসিএসবির বোর্ড হয়ে থাকে।
আইসিএসবির কাউন্সিলর: নির্বাচনে বিজয়ী ১৩ জন কাউন্সিলর হলেন-সংগঠনের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সানাউল্লাহ, এফসিএস,সাবেক সভাপতি মোহাম্মদ আসাদ উল্লাহ,এফসিএস; বসুন্ধরা গ্রুপের গ্রুপ কোম্পানি সেক্রেটারি এম নাসীমুল হাই,এফসিএস,ইস্টার্ন হাউজিংয়ের কোম্পানি সচিব সেলিম আহমেদ,এফসিএস; ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস এর কোম্পানি সচিব মো. শরিফ হাসান,এফসিএস এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো’র (বিএটি) কোম্পানি সচিব মো. আজিজুর রহমান,এফসিএস । মোহাম্মদ বুল হাসান এফসিএস, মুজাফ্ফর আহমেদ এফসিএস, মো. শফিকুল আলম এফসিএস, আখতার মতিন চৌধুরী এফসিএস, ইতরাত হোসাইন এফসিএস, মোহাম্মদ নুরুল আলম এফসিএস।