সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১১টি কোম্পানির ৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ১৬ লাখ ৬৬ হাজার শেয়ার ১৪ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৭ কোটি ৮ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২ কোটি ১৭ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ইবনে সিনার । দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ১৫ লাখ ৫ হাজার টাকার ব্যাংক এশিয়ার এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৭২ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এপেক্স ফুটওয়্যারের।
এছাড়া এটলাস বাংলাদেশের ২৭ লাখ ১৪ হাজার টাকার, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৫ লাখ ৭২ হাজার টাকার, ইন্দো-বাংলা ফার্মার ৭ লাখ ১৪ হাজার টাকার, কেডিএসে এক্সেসরিজের ৫ লাখ ১৪ হাজার টাকার, নাভানা সিএনজির ৫ লাখ ৪ হাজার টাকার, সালভো কেমিক্যালের ১২ লাখ ৩৩ হাজার টাকার, সী পার্লের ৫ লাখ ৩২ হাজার টাকার এবং স্কয়ার ফার্মার ৩৫ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সানবিডি/এসকেএস