ইসলামী শরীয়াহ মোতাবেক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে অনলাইন ব্যাংকিং সুবিধা সহ রাজশাহী শাখায় পূবালী ব্যাংক লিমিটেডের ইসলামী ব্যাংকিং উইন্ডোর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) পূবালী ব্যাংক লিমিটেড থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।
প্রধান অতিথি হিসেবে শাখাটি শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম. আজিজুল হক। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।
রাজশাহীর অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক আবু লাইছ শামসুজ্জামান এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকিং উইং এর প্রধান মহাব্যবস্থাপক এ.বি.এম. আব্দুস সাত্তার এবং ব্যাংকের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীগণ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান এম. আজিজুল হক বলেন, বাংলার ঐতিহ্যকে ধারণ করে গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং সেবা প্রদান করে চলেছে পূবালী ব্যাংক। ইসলামী শরীয়াহ মোতাবেক আধুনিক ব্যাংকিং সেবা গ্রাহকের কাছে পৌঁছে দিতে পূবালী ব্যাংক ইসলামী ব্যাংকিং উইন্ডো চালু করেছে। তিনি এলাকার ব্যবসায়ী ও স্থানীয় মানুষদের ইসলামী ব্যাংকিং সুবিধা গ্রহণের জন্য আহ্বান জানান।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল হালিম চৌধুরী বলেন, পূবালী ব্যাংক লিমিটেড অতি দ্রুত সময়ে সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য সম্মানিত গ্রাহকদের নিকট প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় ইসলামী শরীয়াহ মোতাবেক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে পূবালী ব্যাংক ইসলামী ব্যাংকিং উইন্ডো উদ্বোধন করেছে।
সানবিডি/ঢাকা/এবিএস