বেসরকারি খাতের দি প্রিমিয়ার ব্যাংক ও রায়ান্স আইটি লিমিটেডের মধ্যে চুক্তি সই হয়েছে। সম্প্রতি প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয়।
মঙ্গলবার (৮ অক্টোবর) প্রিমিয়ার ব্যাংক থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার চৌধুরী এবং রায়ান্স আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হাসান স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব কার্ড ডিভিশন মামুন রশিদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ব্র্যান্ড মার্কেটিং এবং কমিউনিকেশন মো. তারেক উদ্দিন, রায়ান্স আইটির চিফ ফিন্যান্স কর্মকর্তা মো. শাজেদুল করিম। এছাড়াও উভয় পক্ষের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/এবিএস