বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) তৃতীয় আসরের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান চলছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন, জ্যাকুলিন ফার্নান্দেজ, ভারতীয় সঙ্গীতশিল্পী কেকে, বাংলাদেশের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী মমতাজ, ব্যান্ড দল এলআরবি ও চিরকুট অংশ নিচ্ছেন এই অনুষ্ঠানে।
নৃত্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেছেন বাংলাদেশের জনপ্রিয় মডেল সাদিয়া জামান মৌ। পারফরম্যান্স করছেন আইয়ুব বাচ্চুর ব্যান্ড দল ‘এলআরবি’। সন্ধ্যা সাড়ে পাঁচটায় শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে মধ্যরাত পর্যন্ত। এছাড়াও অনুষ্ঠানে রয়েছে সঙ্গীত ও নৃত্যের পাশাপাশি রয়েছে আকর্ষনীয় লেজার শো ও আতশবাজির ব্যবস্থা।
উদ্বোধনী এই অনুষ্ঠানের বাজেট প্রায় সাড়ে তিন কোটি টাকা ফলে টিকেটের মূল্যও আকাশছোঁয়া। টিকেটের মূল্য যথাক্রমে প্লাটিনাম ২০ হাজার, গোল্ড ১০ হাজার, গ্র্যান্ড স্ট্যান্ড ৪ হাজার, সাধারণ ৩০০ ও ২০০ টাকা। আর যারা মাঠে আসতে পারছেন না তারা এই জমকালো অনুষ্ঠান উপভোগ করতে চোখ রাখতে পারেন চ্যানেল নাইনের পর্দায়।
সানবিডি/ঢাকা/রাআ