বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবরার ফাহাদ রাব্বীকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও ১জনকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ। গ্রেফতারকৃতের নাম শামসুল আরেফিন রাফাত(২১)। সে বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ১৭ম ব্যাচের ছাত্র।
আজ ৮ অক্টোবর, ২০১৯ মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় রাজধানীর ঝিগাতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
বুয়েট ছাত্র আবরার ফাহাদ রাব্বীকে পিটিয়ে হত্যার ঘটনায় গতকাল ১০ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। আজ তাদেরকে ১০দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত তাদের প্রত্যেককের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।
এই নিয়ে বুয়েট ছাত্র আবরার হত্যার ঘটনায় ১১ জনকে গ্রেফতার করলো ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
সানবিডি/ঢাকা/এসআই