বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসি কার্যালয় ঘেরাও করেছেন।
মঙ্গলবার (০৮ আক্টোবর) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে ভিসি অধ্যাপক সাইফুল ইসলামের
কার্যালয়ের সামনে অবস্থান নেন। এসময় কর্মকর্তারা শিক্ষার্থীদের পাঁচজন প্রতিনিধির সঙ্গে কথা বলার প্রস্তাব দেন। কিন্তু শিক্ষার্থীরা তা মানতে নারাজ। উপাচার্যকে সবার সামনে জবাবদিহিতার আহ্বান জানান।
শিক্ষার্থীরা জানান, ফাহাদ হত্যার ঘটনার সুষ্ঠু বিচার চান তারা। ভিসি কথা বলতে না চাইলে তার কার্যালয়ে তালা মারার ঘোষণা দেন।
অপরদিকে উপাচার্য ডিনদের সঙ্গে মিটিং করছেন বলে জনসংযোগ কর্মকর্তা শফিউর রহমান জানিয়েছেন।
তিনি বলেন, ভিসি স্যার ডিনদের সঙ্গে মিটিং করছেন। এরপরে তিনি শিক্ষার্থী ও সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।
তবে উপচার্যের এমন নীরবতাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সমালোচনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় নীলদলের শিক্ষক বাহাউদ্দীন বলেন, বুয়েটের অমানবিক ভিসি ও শেরেবাংলা হলের দায়িত্বজ্ঞানহীন প্রভোস্টের শাস্তি চাই।
সানবিডি/ঢাকা/এসআই