চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ বাবা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল ৮টার দিকে সদর উপজেলার বান্নাপাড়ায় নদীর তীর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত বাবা শাহাবুদ্দিন (৪৭) ও তার ছেলে আবদুল্লাহ (৬) পাকা ইউনিয়নের তেররশিয়া দক্ষিণপাকা গ্রামের বাসিন্দা।
এর আগে মঙ্গলবার সকাল ৯টার দিকে তেররশিয়া এলাকায় ডিঙ্গি নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন বাবা-ছেলে।
পাকা ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান জানান, সকাল ৯টার দিকে সাহাবুদ্দিন ও আবদুল্লাহ প্রতিদিনের মতো নদীতে ছোট ডিঙ্গি নৌকা নিয়ে মাছ ধরতে যায়। একপর্যায়ে স্রোতে পড়ে নৌকাটি ডুবে তারা নিখোঁজ হয়। বিষয়টি জানতে পেরে প্রথমে স্থানীয়রা খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। রাতে তারা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়েও নিখোঁজদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরে বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বান্নাপড়া নামক স্থানে পদ্মার তীর থেকে ভাসমান অবস্থায় বাবা ও ছেলের মরদেহ পাওয়া যায়। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস