চরফ্যাসন, ভোলা তে গত ৬ অক্টোবর ২০১৯ তারিখে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ১৮৮তম শাখার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উক্ত শাখার উদ্বোধন করেন জনাব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, সভাপতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয় সংসদ।
বুধবার (৮ অক্টোবর) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অন্যান্যদের মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এন মুস্তাফা তারেক সহ ব্যাংকের বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তাগন এবং স্থানীয় সুধীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রধান বেসরকারী ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওর্য়াকের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করে আসছে।
ক্যাপশনঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ১৮৮তম চরফ্যাসন, ভোলা শাখার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করছেন জনাব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, সভাপতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয় সংসদ এবং উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত রয়েছেন ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এন মুস্তাফা তারেক সহ বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তাগন।
সানবিডি/ঢাকা/এবিএস