নিউজিল্যান্ড সফরে অবশেষে হার মানলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের চতুর্থ ওয়ানডেতে শেষ ওভারে গিয়ে স্বাগতিক অনূর্ধ্ব-১৯ দলের কাছে হার মেনেছে আকবর আলিরা।
লিঙ্কনের বার্ট সাটক্লিফ ওভালে বুধবার ম্যাচটিতে ৪ উইকেটে হারে প্রথম তিন ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজটি নিজেদের করে নেওয়া বাংলাদেশ। পাঁচ বাকি থাকতেই ছয় উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক দল।
অর্ধশতক হাঁকিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ফের্গুস লেলম্যান (৭৬) ও অধিনায়ক জেসে ট্যাশঅফ (৬৬*)। অন্যদের মধ্যে অলিয়ে হোয়াইট ৪৫ ও উইলিয়াম ক্লার্ক ৩৪ রান করেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে ৭৮ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন আসাউল্লাহ গালিব। একটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও অভিষেক দাস।
এর আগে চার ফিফটিতে ৮ উইকেটে ২৯৫ রান করে টসে হারা লাল-সবুজ দল। অর্ধশতক হাঁকান তানজিদ হাসান (৫১), পারভেজ হোসেন ইমন (৫৫), তৌহিদ হৃদয় (৭৩) ও আকবর আলি (৬৬)।
শনিবার একই ভেন্যুতে পঞ্চম ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
সানবিডি/ঢাকা/এসআই