আমরা ভারতকে যে গ্যাস দিব তা আমাদের নিজেদের গ্যাস না। আমরা দেশের কোনো প্রাকৃতিক গ্যাস ভারতকে দিচ্ছিনা। এলপিজি প্রাকৃতিক গ্যাস না। এটা দেশের উৎপাদন হয়না। আমরা আমদানী করে এ গ্যাস ভারতকে দিচ্ছি। যার ফলে আমাদের রপ্তানি তালিকায় আরো একটা আইটেম যুক্ত হচ্ছে। এতে দেশের কোনো সার্থ ক্ষুন্ন হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাম্প্রতিক ভারত ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এ কথা জানান প্রধানমন্ত্রী। বুধবার বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়।
এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, আমাদের দেশের ব্যবসায়ীদের উৎসাহী করতেই আমরা এ উদ্যোগ নিয়েছি। এটা আমরা উন্মুক্ত করে দেওয়াতে অল্প দামে পাওয়া যাচ্ছে। দেশে বর্তমানে ২৬টি কোম্পানি কাজ করছে। ১৮টি কোম্পানি গ্যাস উৎপাদন করছে। আমরা আমদানি করে সে গ্যাসই ত্রিপুরা দিচ্ছি। এখানে আমাদেরই লাভ হচ্ছে।
শেখ হাসিনা বলেন, আমাদের দেশের কতো গ্যাস আছে, সেটা গবেষণা করে না বের করা পর্যন্ত আমি বিক্রি করতে পারি না। আমি দেশের সার্থ বিরোধী কোন কাজ করতে পারিনা।
যুক্তরাষ্ট্রের অনেকেই গ্যাস বিক্রির প্রস্তাব দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাকে যুক্তরাষ্ট্রের অনেকেই প্রস্তাব দিয়েছিলেন। আমাকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হলেও আমি একই কথা বলেছিলাম। একদল গবেষক সার্ভে করে জানিয়েছিলো প্রাকৃতিক গ্যাস বিক্রি করা যাবে। আমি তখন সঠিক তথ্য জানতে চাইলে গবেষকদল কতো গ্যাস আছে তা সঠিকভাবে বলতে পারেনি।
বাংলাদেশের কোনো সার্থ শেখ হাসিনা বিক্রি করবে তা কখনো হতে পারেনা উল্লেখ করে তিনি বলেন, ত্রিপুরা থেকে আমরা বিদ্যুৎ কিনছি। ভারতের সাথে আমাদের সুসম্পর্ক অনেক আগে থেকেই।
সানবিডি/ঢাকা/এসএস